• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপিত

  • ''
  • প্রকাশিত ০১ মে ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ মে) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল।

বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম, লেবার ফেডারেশনের সভাপতি মোঃ ভুট্টু, কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ মিয়া, সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুস সালাম, কিশোরগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মামুনুর রশিদ, জেলা দর্জি কারিগর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads